আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3701

জাদু-টোনা

প্রকাশকাল: 18 মার্চ 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি খুব সংক্ষেপে বলছি, আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যে কাজই আমি করতে যাই না কেন সম্পন্ন করতে পারি না এবং অনেক অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হই। এছাড়াও বিভিন্ন রকম অসুস্থতা বোধ করি মাঝে মাঝে কিন্তু ডাক্তার দেখিয়ে তেমন কোন সুফল পাইনি। আমি এরকম চলতে থাকার পর এক পর্যায়ে ধারণা করি আমি হয়তো কারো ঈর্ষার শিকার। বলে রাখি, আমি নিয়মিত নামাজ আদায় করি এবং বিভিন্ন দু আ ও পাঠ করি। এখন আমার করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি সকল ফরজ ও ওয়াজিব ইবাদাতগুলো আদায় করুন, হালাল-হারাম মেনে চুলন, আর ধৈর্য্যের সাথে আল্লাহর কাছে আপনার সমস্যর কথাগুলো ফরজ সালাতের পর েএবং সম্ভব হরে তাহাজ্জুদের সালাতের পর নিজে ভাষায় বলুন। সালাতে দুঅ মাসূরার সময় এই দুআটি পড়বেন এবং অন্যান্য সময়্ও বার বার পড়বেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে।