আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3698

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 মার্চ 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শায়েখ, আমার একটি প্রশ্ন ছিল। টাকার বিনিময়ে ফ্ল্যাট বন্ধক রেখে সেই ফ্ল্যাট ভাড়া দিয়ে টাকা গ্রহণ করলে কি তা সুদ হবে? শর্ত হলো যে সে যতদিন টাকা ফেরত দিতে না পারবে ততদিন ঐ ফ্ল্যাটের ভাড়া যে টাকা দিয়েছে সে পাবে। এই রকম লেনদেন কি সূদের পর্যায়ে পড়ে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, এটা সুদ। এভাবে বন্ধক রাখা জায়েজ নেই, হারাম। কারণ এখানে বিষয়টি এরকম যে, আপনি তাকে কিছু টাকা ঋন দিলেন পরে ঐ টাকা আবার ফেরৎ নিলেন আর ঋনের বিনিময়ে ভাড়ার টাকা সব নিয়ে নিলেন। ঋনের বিপরীতে যে কোন লাভই সুদ।