আসসালামু আলাইকুম, শায়েখ, আমার একটি প্রশ্ন ছিল। টাকার বিনিময়ে ফ্ল্যাট বন্ধক রেখে সেই ফ্ল্যাট ভাড়া দিয়ে টাকা গ্রহণ করলে কি তা সুদ হবে? শর্ত হলো যে সে যতদিন টাকা ফেরত দিতে না পারবে ততদিন ঐ ফ্ল্যাটের ভাড়া যে টাকা দিয়েছে সে পাবে। এই রকম লেনদেন কি সূদের পর্যায়ে পড়ে?