আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3693

জুমআ

প্রকাশকাল: 10 মার্চ 2016

প্রশ্ন

কিছুদিন আগে আমরা একটা জায়গায় বেড়াতে যাই । সেখানে আশেপাশে কোনো মসজিদ ছিল না । জুমআ র দিন হওয়ায় আমরা চিন্তিত হয়ে পরি । তারপর ইউটিউবে খুতবা শুনে ১০-১২ জনে জুমআ র সালাত আদায় করি । এখন দ্বিধায় আছি ঐ দিন আমাদের জুমআ র ঠিক হয়েছে কি না ।

উত্তর

বাংলাদেশে আসে-পাশে মসজিদ না থাকার কোন স্থান আছে বলে আমার জানা নেই। তবে ইউটিউবে খুতবা শুনে জুমুআর সালাত আদায় করার প্রয়োজন নেই। মসজিদ যদি নাই পাওয়া যায় আর খুতবা দেওয়ার মত কেউ না থাকে তাহলে জুহরের সালাত আদায় করবে, জুমুআর সালাত নয়। আপনারা ঐ দিনের জুহরের সালাতের কাজা আদায় করবেন।