আসসালামু আলাইকুম, আমি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আইসিটি ও পরিসংখ্যান বিভাগে চাকুরী করি। আমাদের অফিস ভবনে একই ফ্লোরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের 02 টি অফিস অফিস করি। একটি আমরা ও অন্যটি হলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। আমরা শুধুই আইসিটি প্রশিক্ষণ ও শিক্ষা পরিসংখ্যান নিয়ে কাজ করি। কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিস স্কুল, কলেজ মাদরাসার বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করে। এর মধ্যে শিক্ষকদের বেতন এর আবেদন অনলাইনে ইনপুট করার কাজও একটি কাজ। কাজটি নীতিমালা অনুযায়ি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বা নিয়োগকৃত শিক্ষকের নিজেই করার কথা। কিন্তু আবেদনের সঠিক প্রক্রিয়া ও কম্পিউটারে সঠিকভাবে তারা কাজটি করতে পারেন না। আর প্রতি এক মাস পর পর এই আবেদন গৃহীত হয়; ফলে ভুল হলে একজন শিক্ষকের 02 মাস বেতন বিহীন থাকতে হয়। তো এই বিরম্বনা দেখে আমি বিষয়টি নিয়ে নীতিমালা পড়ে ও কম্পিউটারে আলহামদুলিল্লাহ মোটামুটি দক্ষ থাকায় কাজটি ভালোই বুঝি ও শিক্ষকদের আবেদনে সহায়তা করি। এই আবেদন এর কাজটি বেশ সময় সাপেক্ষ (4/5 ঘন্টা লাগে)। এই্ সময়টি আমি আমার অফিস ছুটির সময় বা অফিসের দাপ্তরিক কাজ সেরে নিয়েই করি। এর বিনিময়ে শিক্ষকরা আমাকে পারিশ্রমিক দেয়। আমি যেহেতু একই মন্ত্রণালেয়ের সাথে সংশ্লিষ্ট কিন্তু এই কাজের জন্য নীতিমালা অনুযাযী দায়িত্বশীল না তবু এই কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণটি আমার জন্য হালাল হচ্ছে কি না এ ব্যাপারে কোরআন সুন্নাহের আলোকে জানতে চাই।