মেয়ের অনিচ্ছা সত্তেও যদি মেয়ের বাবা কাবিনে মোহরানা বেশি ধরে এবং মেয়ে যদি বিয়ের পর নিজ ইচ্ছায় স্বামীকে মাফ করে দেয়, তা পরিশোধের ব্যাপারে স্বামী কি বাধ্য থাকবে? এক্ষেত্রে স্বামী বা তার পরিবার স্ত্রীকে মাফ করার জন্য কোন প্রকার বল প্রয়োগ করেনি
উত্তর
স্ত্রী মাফ করে দিলে স্বামী মাফ পেয়ে যাবে, পরিষোধ করা লাগবে না।