আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3681

হালাল হারাম

প্রকাশকাল: 27 ফেব্রু. 2016

প্রশ্ন

মেয়েদের দিয়ে পণ্যের এ্যাড দিয়ে ব্যাবসা করা কি জায়েজ?

উত্তর

মূল বিষয় হলো পর্দা রক্ষা করা। মেয়েদের দিয়ে এ্যাড দিলে পর্দার বিধান রক্ষিত হয় না। তাই এভাবে এ্যাড দেয়া জায়েজ নয়। তবে পণ্য যদি হালাল হয় তার ব্যবসা না জায়েজ হবে না। জায়েজ হবে।