আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3675

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 21 ফেব্রু. 2016

প্রশ্ন

আমি জাকির, দিনাজপুর থেকে বলতেছি। আমার কিছু অতি গুরুত্বপূর্ণ সমস্যা আছে। আমি আশা করব আপনি তা Solve করে দিবেন। আপনাদের YouTube channel এ-র ভিডিও খুব দেখি। ১/ নামাজের সময় আমার বাজে বাজে কথা মনে চলে আসে। ২/ কুরআন দেখলেই আমার মনে খারাপ খারাপ কথা চলে আসে। বলতে খারাপ লাগতেছে,মনে হয় পা দিয়ে কুরআনকে আমি Touch করতেছি। ৩/ এমকি নামাজে দাড়িয়ে মনে হয়, আমি পেশাব করতেছি। এমন ভয়ংকর সব কথা মনে চলে আসে। আমি এ-ই সব মনেই করতে চাই না কিন্তু কেন জানি চলে আআসে। আমি জানি না মহান আল্লাহ আমাকে মাফ করবে কি না। ## আমাকে সাহায্য করুন, আমি এ-ই আজাব থেকে মুক্তি চাই। Please Please Please আমাকে সাহায্য করুন। আমার মন থেকে সব খারাপ চিন্তা চিরতরে দূর করতে চাই।

উত্তর

আপনি সকল ফরজ ও ওয়াজিব আমলগুলো যথা সময়ে যথা নিয়মে পালন করুন। হালাল হারাম বেছে চলুন।আর সকাল-সন্ধ্যার জিকিরগুলো নিয়মিত পাঠ করুন। এর মধ্যে নিচের দুটি দুআ অবশ্যই পাঠ করবেন। اللهمَّ إنِّي أعوذُ بكَ مِن الهمِّ والحزنِ، والعجزِ والكسلِ، والجبنِ والبخلِ، وضَلَعِ الدَّينِ وغلبةِ الرجالِ ১ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ২ নামাযের পরের জিকিরগুলো নিয়মিত পাঠ করুন। আর প্রত্যেক ফরজ নামাযের পর আপনার সমস্যার বিষয়গুলো আল্লাহর কাছে বারবার বলুন। আশা করি ঠিক হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে দুআ করি আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন। সব ধরণের দুআর জন্য রাহে বেলায়াত বইটি সংগ্রহে করতে পারেন। বই পেতে যোগাযোগ করুন 01715400640