ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। স্বামী মারা গেলে স্ত্রীকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। এই সময়ে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারবে ন। প্রয়োজনে বাইরে গেলেও রাত্রে অবশ্যই বাড়িতে থাকতে হব। তবে যদি গর্ভবতী হয় তাহলে সন্তান প্রসব পর্যন্ত ইদ্দত পালন করতে হবে। আল্লাহ তায়ালা বলেন, وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ অর্থ: তোমাদের মধ্যে কেউ স্ত্রী রেখে মারা গেলে ঐ স্ত্রী নিজেকে চার মাস দশদিন আটকে রাখবে। … সূরা বাকরাহ, আয়াত নং ২৩৪।