আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3657

জাদু-টোনা

প্রকাশকাল: 3 ফেব্রু. 2016

প্রশ্ন

আমার নাম মোঃ মেহেদী হাসান। আমার বন্ধু মোঃ শাওন, ওর অনেক দিন ধরেই একটা শব্দ বলে যা ও নিজেও জানে না… শব্দ টা হল Clubs Degree। কথা বলার মাঝখানে মাঝখানে এই শব্দ টা বলে… Clubs Degree। আমরা বললে ও বিশ্বাস করে না। একটু পর পর ভুলে যায় কিছু বলতে গেলে। মাস খানেক ধরে সমস্যা টা খুব বেশি… । সাপ্তহা ২ আগে…রাতে হঠাৎ বিছানের এক কোনায় খিচুনির মত কাত্রাছে আর নাক মুখ দিয়ে রক্ত পরছে… । স্বাভাবিক ভাবে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করান হয় । এমন কি বড় ডাক্তার দিয়েও সিটি স্ক্যান করান হয়… মাথার সমস্যা মনে করে… । এছাড়াও শরীরের কথাও কনো সমস্যা খুজে পয়াওয়া যায় নি। এখন ও আমার বন্ধুর সমস্যা সমাধান হয় নি… । এজন্য আমি আপনাদের সহযোগিতা কামোনা কড়ছি । অথবা এই বিষয়ে কোন আমোল আছে কী না..?

উত্তর

আপনর বন্ধুকে ৫ ওয়াক্ত নামায যথাযথ আদায় করতে বলবেন। ফজর ও মাগরিবের নামাযের পর সূরা ফালাক, নাস ও ইখলাস তিনবার করে পড়তে বলবেন। নিচের এই দুআটি বিভিন্ন সময় বারবার পড়তে বলবেন। اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَاسَ ، اشْفِهِ، وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا ৫ ওয়াক্ত নামাযের পর নিজের ভাষায় সকল সমস্যার সমাধান আল্লাহ তায়ালার কাছে চাইবে, পাশাপাশি চিকিকৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করবে। আমরা আল্লাহর কাছে দুআ করি আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন।