আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3654

নফল সালাত

প্রকাশকাল: 31 জানু. 2016

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম shaikh তাহাজ্জুদ এর জন্য কি ঘুম শর্ত? জেগে থাকলে কি তাহাজ্জুদ হবে। তাহাজ্জুদ এর ওয়াক্ত শুরু শেষ কখন?

উত্তর

সহীহ হাদীসে আছে রাতের এক তৃতীয়াংশ পার হওয়ার পর থেকে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তায়াল নীচের আসমানে এসে বান্দাদেরকে ক্ষমা চাওয়ার জন্য আহ্ববান করতে থাকেন। সুতরাং এই সময়ে নফল নামায পড়ে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা, নিজের প্রয়োজনীয় বস্তু চাইতে হয়। এই সালাতকে কিয়ামুল লাইল বা রাতের নামায বলা হয়।ঘুম থেকে উঠেই রাসূলুল্লাহ সা. এই নামায আদায় করতেন। তাই ঘুম থেকে উঠে এই নামায আদায় করা বিশেষ ফজিলতের। ঘুম থেকে উঠে কিয়ামুল লাইল করলে তাকে তাহাজ্জুদ বলা হয। ঘুমের আগে কিয়ামুল লাইল করলেও এটা বিশেষ সওয়াবের তবে তাকে পরিভাষায় তাহাজ্জুদ বলা হয় না। আশা করি বুঝতে পেরেছেন।