আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3650

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 জানু. 2016

প্রশ্ন

অজুতে সব অংগ তিনবার করে ধৌত করার কথা থাকলেও মাথা মছেহ করার বেলায় অস্পস্ট । এ ব্যাপারে সহি হাদিস কি?

উত্তর

অস্পষ্টতার কিছু নেই। কিভাবে মাথা মাসে করতে হয় নিচের হাদীসে দেখুন। عن المِقدامِ بن مَعْدي كَرِبَ قال: رأيتُ رسولَ الله – صلى الله عليه وسلم – توضَّأ، فلما بَلَغَ مَسْحَ رأسِهِ وضعَ كفيهِ على مُقَدَمِ رأسِهِ فأمرهما حتَّى بلغَ القَفَا، ثمَّ ردَّهما إلى المكان الذي بدأ منه মিকদাদ ইবনু মাদীকারাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূল্লুল্লাহ (সাঃ)কে ওযু করতে দেখেছি। ওযু করতে করতে যখন মাথা মাসেহ্ পর্যন্ত পৌছালেন, তখন তিনি এভাবে মাথা মাসেহ্ করেন যে, উভয় হাতের তালু মাথার সামনের অংশে স্থাপন করে তা মাথার শেষ ভাগ পর্যন্ত নেন অতঃপর তিনি পেছনের দিক হতে সামনের দিকে তা শুরুর স্থানে ফিরিয়ে আনেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ১২২। হাদীসটি সহীহ।