আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3637

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 জানু. 2016

প্রশ্ন

আমি ২০১০ সালে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়ায়। কিন্তু আমি এই হারাম সম্পর্ক রাখতে দ্বিধায় ছিলাম। তাই ২০১৩ সালে আমরা সিধান্ত নিলাম আমরা দুইজন অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করব। কারণ অভিভবাক আমাদের অনুমতি দিবে না। তখন আমরা দুইজনই সাবালক ছিলাম। তাই গুনাহ থেকে বাচার জন্য বিয়ে করে ফেললাম। এখন ও আমরা একসাথে থাকি না। মাঝে মাঝে দেখা হয়। মেলামেশা হয়। আর কিছুদিন পর আমরা অভিভাবক কে জানাব। তারা রাজি হলে আলহামদুলিল্লাহ আর না হলে মেয়েক নিয়ে আমি একসাথে সংসার হবে। এখন আমার প্রশ্ন হল আমার বিয়েটা কি হয়ছে?দয়া করে উওর দিবেন।

উত্তর

আলহামদুলিল্লাহ, আপনার চিন্তা অনেক ভাল। আল্লাহ আপনাকে শরীয়াহ মোতাবেক চলার তাওফীক দান করুন। তবে অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ আদৌ জায়েজ কিনা এটা নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক আছে। তাই আপনি দ্রুত মেয়ের অভিভাবকের সম্মতির ব্যবস্থা করুন। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0041 নং প্রশ্নের উত্তর।