আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3634

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 জানু. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, স্যার। আপনার কাছে আমার একটি প্রশ্ন। আশা করি আমাকে উত্তর দিয়ে সাহায্য করবেন। আজ থেকে ঠিক ৫-৬ মাস আগে আমার ২ টা মেয়ে বন্ধু ছিল। আমি তাদের সাথে কথাবার্তা বলতাম। খারাপভাবে মিশতাম না। হঠাৎ একদিন একটা পেজ থেকে দেখলাম বন্ধুত্ব থেকে কিভাবে ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে। তারপর থেকে সব বাদ দিয়ে দিলাম। আমি ওদের সাথে বন্ধুত্ব থাকা অবস্থায় বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইলেই পেতাম। আর এখন আমি আমার মা-বাবার পছন্দে ওদের একজন কে বিয়ে করেছি। বিয়ের পর থেকে আমি শারিরীক,মানসিক,পারিবারিকভাবে অনেক বিপদে পড়েছি। তাহাজ্জত, নফল ইবাদত সবভাবেই আল্লাহর সাহায্য চাচ্ছি। যত চাই তত বিপদ বাড়ছে। এভাবে আমি বেচে থাকার আশা হারিয়ে ফেলছি। অথচ আত্মহত্যাকে ও আল্লাহ নিষেধ করেছেন। আমি এখন কী করবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়াল মূমিনদের বিভিন্ন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। ধৈর্য ও সালাতের মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একসময় সব সমস্যা দূর হয়ে শান্তিময় জীবন আসবে ইনশাআল্লাহ। আপনি এগুলোকে আল্লাহর পরীক্ষা মনে করে রহমত হিসেবে গ্রহণ করুন। আর একদিন এশার পর এই নাম্বারে একটু ফোন করবেন, এই বিষয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। 01762629405