আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3633

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 জানু. 2016

প্রশ্ন

মহাতরম, আসসামু আলাইকুম, ওয়া রহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের প্রকাশনার বইয়ের উপর ৫০% করিশন ঘোষণা করছেন। যারা দাওয়ার কাজ করছেন তাদের জন্য ভালো হবে। ইন শা আল্রাহ। তবে ঢাকা থেকে কিভাবে বই সংগ্রহ করা যাবে। এবং বেশি বই ক্রয় করলে কি করা উচিৎ? সেখানে কি সুযোগ সুবিধা জানালে উপকার হবে। আপনাদের সেলস সেন্টার কোথায়? দয়া করে জানাবেন। ইন শা আল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বেশী ক্রয় করলে ঢাকা থেকেই ভাল হবে। বাংলাবাজারে আমাদের সেলস সেন্টার আছে। যোগাযোগ 01788-999968