আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3630

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 7 জানু. 2016

প্রশ্ন

আসসালামুআলাইকুম স্যার। নিশ্নিত না হলে কি কোনকিছু নাপাক ধরা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি আপনি সন্দেহের রোগী হন তাহলে নিশ্চিত না হয়ে কোন কিছুকে নাপাক মনে করবেন না। আর যদি স্বাভাবিক হন তাহলে সন্দেহ হলে নাপাক মনে করে নতুন করে পবিত্র হবেন, করবেন।