আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3620

সালাত

প্রকাশকাল: 28 ডিসে. 2015

প্রশ্ন

শেষের দুই রাকাত জামাতে পড়লে, ৩য় বা ৪র্থ কিংবা ৩য়, ৪র্থ রাকাত নামাযে সূরা ফাতেহা পড়ার পর অন্য কোন সূরা পড়ার আবশ্যিকতা কতটুকু?

উত্তর

শেষের ২রাকআত ইমামের সাথে পড়ার পর দাঁড়িয়ে বাকী দুই রাকআতে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো ওয়াজিব। কারণ পরের ২ রাকআত মূলত আপনার প্রথম ২ রাকআত। আর প্রথম ২ রাকআতে সূরা মিলানো ওয়াজিব।