আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3613

নামায

প্রকাশকাল: 21 ডিসে. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন আসরের ওয়াক্ত কখন শুরু হয়

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আসরের সময় শুরু হয় যোহরের নামাযের সময় শেষ হলে। যোহরের নামায কখন শেষ হয় তা নিয়ে মতভেদ আছে। অধিকাংশ ফকীহের মতে ঠিক দুপুর বেলা কোন বস্তুর যে ছায়া থাকে সেই ছায়া বাদে কোন বস্তুর ছায়া তার একগুন হলে যোহরের সময় শেষ হয়ে আসরের নামাযের সময় শুরু হয। হাদীসের দৃষ্টিতে এই মতটিই অধিক শক্তিশালী মনে হয়।ইমাম আবু হানীফা রহি. বলেছেন, ২গুন হলে আসরের ওয়াক্ত শুরু হয়।