আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3594

হালাল হারাম

প্রকাশকাল: 2 ডিসে. 2015

প্রশ্ন

লটারি কি জায়েজ?

উত্তর

লটারী বলতে আমরা এখন যা বুঝি অর্থাৎ সারা দেশের লোকের কাছে টিকিট বিক্রি করে সেই টাকা থেকে কিছু টাকা দিয়ে কয়েকজনকে দামী কিছু দেয়া আর বাকী টাকা অন্য খাতে ব্যায় করা, এটা না জায়েজ, হারাম।