আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3593

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 ডিসে. 2015

প্রশ্ন

1.কোন সৃরাই কি বিসমিল্লাহ 2 বার আছে
2.কোন শিশু জন্মের ৮ম দিনে মারাগেলে কি আকিকা করা লাগবে। অনেকে বলে আখিরাতের পরিচয়ের জন্য দিতে হয়। ব্যাপার টা একটু বুঝিয়ে বলবেন

উত্তর

প্রতিটি সূরার শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তবে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই। কোন সূরার শুরুতে ২ বার বিসমিল্লাহ নেই। হযরত সুলাইমান আ. বিলকিসের কাছে একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠি তিনি বিসমিল্লাহ বলে শুরু করেছিলেন। এই ঘটনা সূরা নামল-এ বর্ণনা করা হয়েছে। এই জন্য বলা হয়া সূরা নামল-এ ২ বার বিসমিল্লাহ আছে। ২ হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,كُلُّ غُلاَمٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى প্রতিটি শিশু আকীকার বন্ধনে জড়িত, জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে জবেহ করতে হবে, তার চুল কাটতে হবে এবং নাম রাখতে হবে। সুনানু তিরমিযি, হাদীস নং১৭৮৩। হাদীসটি সহীহ। সুতরাং মারা যাওয়ার পর আকীকা দেয়ার প্রয়োজন নেই। আখিরাতের পরিচয়ের জন্য আকীকার প্রয়োজন নেই।