আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3585

সালাত

প্রকাশকাল: 23 নভে. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো নামাজের সময়ে টুপি মাথায় দেয়া বা না দিয়ে নামায পড়া যাবে কিনা? টুপি পরা কি সুন্নত? টুপি কতটুকু আবশ্যক নামাযের সময়ে? এই ব্যাপারে কুরআন বা হাদিসের নির্দেশ কি? ধন্যবাদ।

উত্তর

টুপি ইসলামী ঐতিহ্যের অংশ। রাসূলুল্লাহ সা., সাহাবীগণ ও তৎপরবর্তী যুগের মুসলিম উম্মাহর সাধারণ অভ্যাস ছিল মাথা আবৃত করা। টুপি ছিল সাধারণ পোশাকের অংশ, নামাযের জন্য বিশেষ পোষাক নয়। তারা সাধারণত টুপি পরিধন করে থাকতেন এবং নামাযও টুপি পরিহিত অবস্থায় আদায় করতেন। নামাযের জন্য বিশেষ করে টুপি পরিধান করা ও নামাযের পর খুলে ফেলার রেওয়াজ তাদের মধ্যে ছিল না। নামাযের জন্য টুপি আদৗ আবশ্যক নয় তবে টুপি তাকওয়াবান, আল্লাহভীরু মুসলিমদের সার্বক্ষনিক পোশাক। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত কুরআন-সুন্নাহর আলোকে পোশাক পর্দা ও দেহ-সজ্জা বইটি।