আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3577

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 নভে. 2015

প্রশ্ন

প্রবাসে থেকে মোবাইল ফোনে বিয়ের বিধানা। আস্ সালামুআলাইকুম-
স্যার আমি দুবাইতে থাকি, গত ৪ মাস আগে আল্লাহর রহমতে আমি মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের কাজ সম্পর্ন করি। আমি আরো ২-৩ মাস পর দেশে যাবো। … বিবাহের ধরন টা ছিলো, আমার বাবা- মা এবং কন্যা পক্ষের কাছে প্রস্তাব দেবার পর কন্যার বাবার অনুমতি নিয়ে সকল কথা শেষ করে কন্যার বড় ভাই এবং স-পরিবারে রাজি হয়। মেয়ে এবং ছেলে দুজনই মোবাইল ফোনের মাধ্যামেই একে অপরকে দেখে পছন্দ করে। বিয়ের দিন এক লক্ষ একটা দেন মহর ধার্য্য করে –একজন ইমাম কে দিয়ে বিয়ের খুতবা পড়িয়ে কালিমা- এক এক করে তিনবার কবুল আমিও বলেছি কন্যও বলেছে, আমি ইস্পষ্ট ভাবে কন্যার কবুল বলা শুনতে পেয়েছি কিন্তুু কন্যা শুনতে পায়নি, অন্যান্ন যারা কন্যার কাছে ছিলো তারা শুনতে পেয়েছিলো বলে জানিয়েছিল। স্যার এখন আমারপ্রশ্ন হচ্ছে আমাদের বিয়ে কি শরিওত মতাবেক হয়েছে, নাকি দেশে গিয়ে আবার বিয়ে পড়াতে হবে.?।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মোবাইলে বিবাহ একটি অনর্থক কাজ। মোবাইলে বিবাহের মাধ্যমে মূলত বিবাহের কোন উদ্দেশ্যই হাসিল হয় না। আর মোবাইলে বিবাহের নিয়ম হলো আপনি একজিন কে উকিল বানাবেন অর্থাৎ দায়িত্ব দিবেন যে আপনার বিবাহের প্রস্তাব কনে পক্ষকে দিবে। উভয় পক্ষের উপস্থিতিতে এবং সাক্ষীদের উপস্থিতিতে কনে পক্ষ বিয়েতে রাজি হয়ে বিয়ে দিলে বিয়ে হয়ে যাবে। আপনাদের ফোনে কবুল বলার কোন মূল্য নেই। আপনার কথা অনুযায়ী বুঝা যাচ্ছে আপনি কাউকে বিয়ের উকিল বানান নি, শুধু মাত্র কথা বার্তার দায়িত্ব দিয়েছেন। এভাবে বিবাহ হয় না। দেশে এসে নতুন করে বিয়ে করার মধ্যেই সতর্কতা এবং উত্তম।