আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3568

যাকাত

প্রকাশকাল: 6 নভে. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১) ফসলি জমি উপর যাকাত দিতে হবে কি? ২) আমি নিজে জমি চাষ করি না। বছর হিসেবে বিঘা প্রতি নিদিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকি। এখন আমার এই টাকার উপর যাকাত দিতে হবে কিনা? ৩) আর নিজের বাড়ি হতে সংগ্রহিত টাকার উপর যাকাত দিতে হবে কি না?আপনাদের মাদ্রাসায় কি যাকাত প্রদান করা যাবে? যদি যায় তাহলে ব্যাংক একাউন্ট/বিকাশ/রকেট নাম্বার দিলে ভালো হতো। জাজাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, জমির উপর কোন যাকাত দিতে হয় না। জমির ফসলের জাকাত দিতে হয়। ২। ঐ টাকার যাকাত দিতে হবে। আপনি যখন যাকাত দিবেন তখন অন্যান্য সম্পদের সাথে ঐ টাকারও হিসাব করে শতকরা আড়াই টাকা হারে যাকাত দিতে দিবেন। ৩। আপনার এই প্রশ্নটি অস্পষ্ট। যদি আপনি বাড়ি ভাড়া দেন তাহলে ভাড়া থেকে প্রাপ্ত টাকার যাকাত দিতে হবে। আমাদের প্রতিষ্ঠানে যাকাত দেয়া যাবে। একাউন্ট: AS SUNNAH TRUST ZAKAT MSA(Regular) Account No. 20501750201937002 ISLAMI BANK Jhenaidah, Br. Jhenaidah, Bangladesh.