আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3555

সালাত

প্রকাশকাল: 24 অক্টো. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে আমি একজান সাধারণ নামাজি ব্যক্তি, আমি হানাফি মাজহাব অনুসরণ করি, স্যার ড. আব্দুল্লাজাহাঙ্গীর এর পুস্তক পরে জানতে পারছি যে, প্রচলিত হানাফি মাজহাবে অনেক ভুল আছে, এমতাবস্থায় আমি একজন সাধারণ মুসুল্লি হয়ে, নিজ গবেষনায় এসব ভুল সংশোধন করে আমল করা ঠিক হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হানাফী মাজহাবে ভুল আছে এমন নয়। বরং অনেকে অনেক এমন আমল করে যা সুন্নাহসম্মত নয়। অনেকে না জেনে মনে করে এটা মনে হয় হানাফী মাজহাব অনুযায়ীو অথচ এটা হানাীফ মাজহাব অনুযায়ী নয়।হানাফী মাজহাবে সুন্নাহর বাইরে কোন আমলই নেই। কুরআন-সুন্নাহ সবার উপরে। যদি প্রচলিত কোন আমল সুন্নাহর বাইরে মনে হয় তাহলে বিজ্ঞ কোন আলেমের মতামত নিয়ে সহীহ সুন্নাহ অনুস্বরণ করা প্রত্যেকের একান্ত কর্তব্য।