দু’জন পুরুষ সাক্ষী কিংবা একজন পুরুষ আর দুইজন মহিলার সাক্ষীর উপস্থিতিতে বিবাহ পড়াতে হবে। সাক্ষীগন দেখবেন বর ও কনে বিবাহে সম্মত কিনা। কনের কাছে তারা সরাসরি জিজ্ঞসা করবে অথবা কনের পক্ষ থেকে কোন উকিল (প্রতিনিধি) আসলে তার কাছে থেকেও জেনে নিতে পারবে। এরপর বিবাহের খুৎবা দিতে হবে।