আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3514

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 সেপ্টে. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার ক্লাসের কেউ যদি বেশি পড়ে কিংবা ভালো রেজাল্ট করে তাহলে এর থেকে যদি খারাপ লাগে বা আমার মাঝে প্রতিযোগিতার সৃষ্টি হয় তবে কি এটা হিংসার পর্যায় যাবে? গোনাহ হবে আমার?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রতিযোগিতা সৃষ্টি হওয়া হিংসার পর্যায়ে তো যাবেই না বরং একজন শিক্ষার্থীর মধ্যে তো এমন গুনই থাকা উচিৎ। খারাপ লাগাটাও যেন, প্রতিযোগিতা সৃষ্টির উদ্দেশ্যেই হয়।