আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 351

নামায

প্রকাশকাল: 15 জানু. 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, স্যার, পড়াশুনার ওজরে কি নামাজ ঘরে পড়া জায়েয আছে? যেমন ফজরের নামাজ ও এশার নামাজ (৬ষ্ঠ তলা থাকি)। দোয়া কুন্নত তো একটি দোয়া সুতরাং এটা বেতেরের নামাজ ছাড়াও অন্য যে কোন নফল নামাজে শেষ বৈঠকে পড়া যাবে কি না? বা পড়লে শরিয়ত বহির্ভূত হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জামাতে নামায পড়ার জন্য রাসূলুল্লাহ সা. সহীহ হাদীসে খুবই গুরুত্বারোপ করেছেন। আলেমগন জামাতে নামায পড়াকে ওয়াজিব কিংবা ওয়াজিব পর্যায়ের সুন্নত বলেছেন। সুতরাং পড়শুনার ওযরে ঘরে ফরজ নামায পড়া যাবে না। দুআ কুনুত নফল নামাযের শেষ বৈঠকে এবং সাজদাতে পড়া যাবে।