তওবা করার জন্য নির্দিষ্ট কোন দুআ শর্ত নয়। নিজ ভাষাতে সকল গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করলেই হবে। আবার হাদীসে বর্ণিত দুআর মাধ্যমেও তওবা করা যায়। হাদীসে বর্ণিত একটি দুআ হরো سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ সহীহ বুখারী, হাদীস নং ৬৩০৭