আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন পড়তে পারিনা, এমতাবস্থায় আমাদের সলাত কি আদায় হচ্ছে? না বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা করে সলাত আদায় করতে হবে? সহীহ নিয়মটি জানাবেন।
উত্তর
বৈজ্ঞানিক পদ্ধতি বলতে আপনি কী বুঝাচ্ছেন তা স্পষ্ট নয়। সঠিক কথা হলো অর্থ পাল্টে যায় না এমন পরিমাণ সহীহভাবে কুরআন সালাতের ভিতর পড়তে হবে। যদি এমন ভুল হয় যার কারণে অর্থ পাল্টে যায় তাহলে সালাত আদায় হবে না। তাই কুরআন অন্তত এতটুকু সহীহ হতেই হবে যাতে অর্থ পবিবর্তন না হয়ে যায়।