আসসালামুয়ালাইকুম। আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিএসই নিয়ে পড়ছি। গেম বানানোর সখ নিয়ে এই ডিপার্টমেন্ট এ ভর্তি হওয়া। এখন আমার গ্রেজুয়েশনের আর দেড় বছর বাকি। আমি গেম নিয়ে কাজ করতে চাইলে আমাকে এখন থেকেই শুরু করতে হবে। ছোটখাটো কয়েকটা গেমও বানিয়েছি। কিন্তু আমি একটা ব্যাপারে সন্দিহান। ইসলামিক নিয়ম অনুসারে এই গেম বানানোটা হালাল না হারাম। এই বিষয়টা কোথাও থেকে পরিষ্কার হতে পারছিনা। আর এই কারনে আমি এখনও দ্বিধায় আছি কি করব। এটা যদি আমাকে কেও বুঝিয়ে দিত যে গেম বানানো পুরোপুরি হারাম তাহলে আমি আমার ডিপার্টমেন্ট এর অন্য কোনো লাইনে মন দিতাম। আপনি আমাকে এই ব্যাপারে সাহায্য করলে অনেক উপকৃত হতাম। এটা আমার ক্যারিয়ার এর সাথে জড়িত।