আসসালামু আলাইকুম, আমি যতটুকু জানি ইমাম আবু হানিফ তার জীবদ্দশায় একমাত্র ফিকহুল আকবার ছাড়া আর কোনো গ্রন্থ লিখে যান নাই? একথা কি সত্য? যদি তাই হয়, তবে হানাফী মাযহাবের মাসয়ালা গুলো কখন কিভাবে সংকলিত হয়েছে? ইমাম আবু হানিফার মৃত্যুর ৩০০/৪০০/তার ও বেশি সময় পর তার দেয়া ফতোয়া হিসেবে লিখিত গ্রন্থসমূহ (যা হানাফী মাযহাবের অনুসারীরা অনুসরণ করে ) তা কতটা সঠিক উপায়ে ইমাম আবু হানিফার দেয়া ফতোয়াসমূহ সঠিকভাবে সংকলিত করতে পেরেছে? জানতে চাই