ওয়া আলাইকুমুস সালাম। আক্বীদা অর্থ বিশ্বাস। মুসলিম হিসাবে আপনাকে যা কিছু বিশ্বাস তথা আক্বীদা রাখতে হবে তার একটি হলো তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এই মহা বিশ্বের সৃষ্টিতে এবং পরিচালনায় কেই আল্লাহর সাথে শরীক নেই। একমাত্র আল্লাহ তায়ালারই ইবাদত করতে হবে। ইবাদতে কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর ক্ষমতাই মূলত ক্ষমতা, আল্লাহর মোকাবালায় কারো কোন ক্ষমতা নেই। সংক্ষেপে এটা হলো তাওহীদ বা একত্ববাদের আকীদা । আশা করি বুঝতে পেরেছেন।