আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3471

সালাত

প্রকাশকাল: 1 আগস্ট 2015

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ভারত থেকে বলছি । আমি সরকারি চাকুরী করি। আমার duty 6 টা থেকে দুপুর 3 টা পর্যন্ত । আমি কি duty চলাকালীন জুমার নামাজ পড়তে যেতে পারি। যদি আমি নামাজ পড়তে যায় তাতে আমার duty এর কাজের কোনো ক্ষতি হয়না, কিন্তু বাইরে বেরোনোর কোনো permission দেয়না। তবুও বাইরে বেরোনো যায়। তাই আমি কি করবো বুঝতে পারছি না। হাদিসের আলোকে কি করবো

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায পড়ার জন্য বাইরে যাওয়ার অনুমতি না দেওয়ার কারণে তারা অন্যায় লিপ্ত। আপনি সুযোগ করে অবশ্যই জুমুাআর জামায়াতে যাবেন। আশা করি আল্লাহ আপনার প্রতি রহম করবেন।