আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3467

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 জুলাই 2015

প্রশ্ন

আস সালামু আলাইকুম। স্যার আমার ১ টা প্রশ্ন ছিল। খুব প্রয়োজন প্রশ্ন টা হলো আমার এক বোনের কয়েক বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের সময় কিছু সোনার গহনা দেওয়া হলে যার বর্তমান মূল্য প্রায় ১ লাখ। আর একটি পায়ের নুপুর (রুপোর) ২টি আছে। গচ্ছিত অর্থ কিছু নেই। ১ টি ছেলে আছে পড়াশুনো করে। পড়াশুনা খরচ আর সংসার চালিয়ে প্রায় সব আয় টাই ব্যয় হয় । তাই গচ্ছিত হয় না। আমার আমার প্রশ্ন হলো তাদের কি যাকাত দিতে হবে? Plz জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমু সালাম। রুপার নেসাব ধরলে যাকাত দিতে হবে। তবে বর্তমানে রুপার দাম কমে যাওয়ায় অনেক আলেমেই স্বর্নের নেসাব ধরে যাকাত দিলেই হবে বলে মত দিয়েছেন। সেই হিসাবে যাকাত ওয়াজিব হবে না, তার যাকাত না দিলেও সমস্যা হবে না ইনশাআল্লাহ।