আস সালামু আলাইকুম। স্যার আমার ১ টা প্রশ্ন ছিল। খুব প্রয়োজন প্রশ্ন টা হলো আমার এক বোনের কয়েক বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের সময় কিছু সোনার গহনা দেওয়া হলে যার বর্তমান মূল্য প্রায় ১ লাখ। আর একটি পায়ের নুপুর (রুপোর) ২টি আছে। গচ্ছিত অর্থ কিছু নেই। ১ টি ছেলে আছে পড়াশুনো করে। পড়াশুনা খরচ আর সংসার চালিয়ে প্রায় সব আয় টাই ব্যয় হয় । তাই গচ্ছিত হয় না। আমার আমার প্রশ্ন হলো তাদের কি যাকাত দিতে হবে? Plz জানাবেন