আসসালামু আলাইকুম সাইফুল্লাহ ভাই, কেমন আছেন?একটা প্রশ্নের উত্তর জানতে চাই ফারায়েয সম্পর্কিত। আমরা জানি, পিতা মারা যাবার পর তার পরিত্যক্ত অবন্টনকৃত সম্পদ ছেলে-মেয়েসহ অন্যান্য ওয়ারিশদের মাঝে কুরআনের বিধান অনুসারে বণ্টন করে দিতে হয়। আরো জানি,একজন মুসলিম তার সম্পদ জীবিত অবস্থায় যে কাউকে(ছেলে মেয়েসহ) তার ইচ্ছে অনুযায়ী দান করে দিতে পারেন। আমাদের দেশের বাস্তবতা হচ্ছে প্রায় সব বাবা-মাই মেয়েদেরকে সম্পদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করে ছেলেদেরকে বেশি দিয়ে যান। আবার, অনেক পিতা-মাতা এক ছেলেকে আরেক ছেলের থেকে বেশি ভালোবাসেন এবং মৃত্যুর আগে ঐ ছেলেকে বেশি সম্পদ দিয়ে যান। পিতা-মাতা কোনো ছেলে/মেয়েকে বেশি ভালোবাসতেই পারেন। কিন্তু সে কারণে কাউকে সম্পদ কম/বেশি করে দিলে পিতা-মাতার কোন গুনাহ হবে কিনা?