আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3460

সালাত

প্রকাশকাল: 21 জুলাই 2015

প্রশ্ন

আসসালমুয়ালাইকুম কেউ যদি ৪ ওয়াক্ত বা ৩ ওয়াক্ত সালাত পরে তাহলে কি সে সেই কয় ওয়াক্তের সাওয়াব পাবে নাকি কবুল ই হবেনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কবুল হবে না, তা নয়। তবে মুসলিম হিসেবে সালাত ৫ ওয়াক্তই আদায় করতে হবে।