হুজুর ১। নারীরা কি পুরুষএর সাথে কাজ করতে পারবে পারলে কিভাবে?
উত্তর
দেহের পর্দর সাথে হৃদয়ের পদা,মনের পর্দাও রক্ষা করা জরুরী। বোরকা পরে একসাথে কাজ করলে হয়তো দেহের পর্দা রক্ষা হবে কিন্তু হৃদয়ের পর্দা রক্ষা করা সম্ভব হয় না। এই জন্য অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকে। তাই একই জায়গায় নারী-পুরুষ একসাথে কাজ করা পরিত্যাগ করা আবশ্যক। নারী-পুরুষের কর্মক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন হওয়া জরুরী।