আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3452

বিবিধ

প্রকাশকাল: 13 জুলাই 2015

প্রশ্ন

আসসালামুআলাইকুম আমাকে দ্বিধা থেকে বের করে দিলে উপকৃত হব আমার পা এর আঙ্গুলের ভিতর ঘা রয়েছে বারংবার ওযু করলে ঘা শুকায় না যদিও প্রায় সময় ওযু করার পর কাপড় দিয়ে মুছেফেলি। মাসেহ্ক রার বিধান জানতে চাই প্রায় ২৪ ঘন্টায়ই পায়ে মোজা থাকে। কাপড়ের মোজা পরি। কিছু মাছ বা প্রাণী যেমন অক্টপাস স্কুয়িড তিমি কাঁকড়া শামুক চিংড়ি এগুলো খাওয়া যাবে কি? আশা করি কোরআন সুন্নাহর আলোকে উত্তর দিবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার জন্য দুটি অপশন। ১। আপনি চামড়ার মোজা পরবেন। তাহলে ২৪ ঘন্টা পর একবার পা ধৌত করলেই হবে। ২। পায়ের ঐ জায়গাটা পরিপূর্ণ ভালো না হওয়া পর্যন্ত ধুবেন না, পানি লাগাবেন না, বাকী অংশ ধুবেন। আপনি উপরের যে কোন একটি পদ্ধতি অনুযায়ী আমল করতে পারেন তবে প্রথমটি উত্তম। চিংড়ি খাওয়া যাবে। অন্যগুলো হিংস্র প্রানী হওয়ার কারণে খাওয়া যাবে না।