আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3439

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 জুন 2015

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম,একই বিষয়ের উপর আমার তিনটা খুবই গুরুত্তপুর্ন প্রশ্ন ছিল একটু কষ্ট করে উত্তর দিয়েন(১) জিন্স ও গ্যাভার্ডিন প্যান্ট কি বিক্রয় করা যাবে (২) এখনকার প্যান্টগুলো ছেড়া টাইপের একটু কম ছেড়া ও আছে যেগুলোতে পায়ের ভিতরের অঙ্গ দেখা যাবেনা,দেখা গেলে করনীয়? (৩) প্যান্ট যদি টাইট বা চিপা হয় তাহলে বিক্রয় করা যাবে কি? একটু বিস্তারিত যদি বলতেন । ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্যান্টের ক্ষেত্রে মূল বিষয় হলো প্যান্ট ঢিলাঢালা হতে হবে, সহজে উঠা-বসা যায় এমন হতে হবে। এই ধরণের প্যান্ট পরা জায়েজ বিক্রিও জায়েজ। এর বাইরে যে প্যান্ট ঢিলা নয়, উঠতে বসেত কষ্ট হয় সে ধরণের প্যান্ট পরা এবং বিক্রি করা থেকে বিরত থাকা একজন মূমিনের একান্ত কর্তব্য। জিন্স এবং গ্যাভার্ডিন উভয় ক্ষেত্রে একই কথা। ছেড়া টাইপের প্যান্ট পরা এবং বিক্রি করা থেকে বিরত থাকা উচিত, এগুলো অসুস্থ রুচির পরিচায়ক। আর যদি সতরের কোন অংশ দেখা যায় তাহলে পরা ও বিক্রি করা জায়েজ হবে না।