আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3435

সালাত

প্রকাশকাল: 26 জুন 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। তিন বা চার রাকাআত বিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে ইমামের সাথে শেষের ২ রাকায়াত যদি পাওয়া যায় তাহলে পরের এক বা ২ রাকায়াত পরার সময় সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে কিনা?
যেহেতু আমি প্রথম ২ রাকায়াত পাইনাই তাহলে ইমামের সাথে যে ২ রাকায়াত পাবো তা কি আমার জন্য প্রথম ও ২য় রাকায়াত হিসেবে গন্য হবে?

উত্তর

ওয়া আলািইকুমুস সালাম। ইমামের সাথে যে যে রাকআত পাবেন তা সেই সেই রাকআত হিসাবেই গণ্য। ৩ ও ৪ নাম্বার রাকআত পেলে তা ৩ ও ৪ নাম্বার রাকআত হিসাবেই গণ্য হবে। ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠে আপনি সূরা ফাতিহার পর অন্যসূরা মিলিয়ে পড়বেন।