আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3434

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 জুন 2015

প্রশ্ন

আসসালামুআলাইকুম আমি জানতে চাই নামাজে জোরের যায়গায় জোরে আস্তের যায়গায় আস্তে বলা ওয়াজিব এটা ঠিক আছে কি না

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, এটা জামায়াতে নামাযের ক্ষেত্রে ইমাম সাহেবের জন্য ওয়াজিব। তবে একাকী নামাযের ক্ষেত্রে জোরের জায়গাতে জোরে, আস্তের জায়গাতে আস্তে পড়া যায় আবার সব জায়গাতে শুধু আস্তেও পড়া যায়।