আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3430

ঈদ কুরবানী

প্রকাশকাল: 21 জুন 2015

প্রশ্ন

গরু, মহিষ, উটের কি সাতজনে মিলে কুরবানী করা যাবে কি না?

উত্তর

যাবে।জাবের ইবনে আব্দুল্লাহ রা. বলেন, أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ وَالْجَزُورُ عَنْ سَبْعَةٍ নবী সা. বলেছেন, গরু সাত জনের পক্ষ থেকে এবং উট সাত জনের পক্ষ থেকে। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৮১০। শায়খ আলবানী রহ. এবং অন্যান্য মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন। দলীলসহ আরো বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 3087 নং প্রশ্নের উত্তর।