আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3415

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 জুন 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
আমি রবিউল ইসলাম,চট্টগ্রাম থেকে প্রশ্ন করছি। আমি একটি ব্যবসায় করতে চাচ্ছি,যেটা অনলাইন ব্যবসায়। এটাকে ড্রপশিপিং বলা হয়। যদি আপনাদের কে ভালো ভাবে না বুঝাতে পারি তাহলে ইউটিউব থেকে সার্চ দিলে পাবেন। বাংলাদেশ থেকে অনেকে বিদেশ থেকে পেমেন্ট মেথডের কারনে পণ্য দেশে আনতে পারে না। আবার বিশ্বাসের কারনেও তা হয়। আরও বিভিন্ন কারণ থাকতে পারে। ব্যবসায়টি এভাবে বলা যায় যে,উদাহরণসমূহ –
আমি একটি দোকান দিয়েছি,যেখানে কিছু পণ্যর নমুনা (sample) থাকবে। সেই নমুনা দেখে কাস্টমার আমাকে আগে টাকা দিয়ে অর্ডার করবে। অর্ডার নেওয়ার পর আমি আমার বিক্রেতা কে অর্ডার করব। তারপর আমার বিক্রেতা সরাসরি আমার কাস্টমার এর কাছে পাঠিয়ে দিবে। আর এটা হবে সম্পূর্ণ অনলাইনে। ওয়েব সাইটের মাধ্যমে। এটি শুধু আমার দেশ নয় আর বিভিন্ন দেশে ও করব। আর এটার মাধ্যমে আমি কিছু মুনাফা অর্জন করব। আমি চাচ্ছি ২০-৩৫% পর্যন্ত মুনাফা অর্জন করতে। আর আমি হালাল উপার্জন করতে আগ্রহী। অনুগ্রহ করে সঠিক মতামত জানাবেন। কিছু জানার প্রয়োজন হলে আমাকে ই-মেইল করতে পারেন-
[email protected]

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখানে যদি এমন হয়, মূলত আপনি আর আপনার বিক্রেতা একটি যৌথ ব্যবসা করছেন। আপনি পণ্যের পরিচয় করিয়ে দিচ্ছেন, আর আপনার বিক্রেতা ডেলিভারী দিচ্ছে। এই জায়েজ, না জায়েজ হওয়ার কিছূ নেই। আর যদি এমন হয় আপনি ক্রয় করে আপনার হাতে পৌছানোর পূর্বেই পণ্যটি বিক্রি করছেন তাহলে জায়েজ হওয়ার বিষয়ে মতভেদ আছে, এভাবে ব্যবসা বর্জন করা উচিত। প্রয়োজনে 01762629405 এশার পর।