আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3411

সালাত

প্রকাশকাল: 2 জুন 2015

প্রশ্ন

তাহাজ্জুদ অথবা অন্য যেকোন নফল সলাত আদায়ের সময় একই সময়ের মধ্যে লম্বা কিরাত পড়া উত্তম হবে নাকি রাকায়াত সংখ্যা অধিক হওয়া উত্তম হবে?
অর্থাৎ ১ ঘন্টা সময়ে দীর্ঘ কিরাত/রুকু/সিজদার মাধ্যমে ২ রাকাত পড়া অথবা এই ১ ঘন্টায় ৮-১০ রাকায়াত সলাত আদায় করা উত্তম হবে?

উত্তর

হাদীসে দেখা যায় রাসূলুল্লাহ সা. লম্বা সময় নিয়ে কুরআন পড়তেন, অনেক সময় নিয়ে রুকু সাজাদ করতেন। সুতরাং রাকআত সংখ্যা বেশীর চেয়ে কিরআত, রুকু-সাজদা লম্বা করা উ্ত্তম।