আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3409

নামায

প্রকাশকাল: 31 মে 2015

প্রশ্ন

Assalamu alikum orahmatullah…
1)আজান এবং ইকামাতের সহীহ সুন্নত পদ্ধতি জানতে চাই । ইকামাত কি 1 বার 1 বার করে নাকি দু দুবার করে?
2) আমাদের রাসুল (সঃ) সালাত শুরু করতেন কি দিয়ে এবং তা শেষ করতেন কি বলে?
কাতার সোজা সহ এ বিষয়ে তিনি কি নির্দেশ দিতেন এবং তা ইকামতের আগে নাকা পরে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।একবার একবারও দেয়া যায়, আবার দুইবার দুইবারও দেয়া যায়। উভয় পদ্ধতি সহীহ হাদীস সম্মত। দেখুন, সুনানু আবু দাউদ, হাদীস নং ৪৯৯, ৫০২, সুনানু তিরমিযি, হাদীস নং ১৯২, সহীহ বুখারী, হাদীস নং ৬০৫। ২। রাসূলুল্লাহ সা. বলেছেন, مِفْتَاحُ الصَّلاةِ الطُّهُورُ ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ সালাতের চাবি পবিত্রতা, শুরু তাকবির দিয়ে আর শেষ সালাম দিয়ে। নুমান ইবনু বাশীর হতে বর্ণিত, তিনি বলেন- كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَوِّي صُفُوفَنَا إِذَا قُمْنَا إِلَى الصَّلَاةِ ، فَإِذَا اسَتْوَيْنَا كَبَّرَ. অর্থ- আমরা যখন নামাযে (জামাআতে) দাঁড়াতাম তখন রাছূলুল্লাহ 1 আমাদের সফগুলো ঠিক করাতেন। আমরা যখন ঠিকঠাক হয়ে যেতাম (সফগুলো যখন সোজা ও ঠিকঠাক করে নিতাম) তখন তিনি তাকবীর (তাকবীরে তাহ্রীমাহ) বলতেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ৬৬৫। হাদীসটি সহীহ। সুতরাং নামাযে দাঁড়িয়ে তাকবীরে তাহরীমার পূর্বেই কাতার সোজা করতে হবে।