আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3407

নামায

প্রকাশকাল: 29 মে 2015

প্রশ্ন

আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আমি শুনেছি মুয়াজ্জিনের সওয়াব হলো, তার আজান শুনে যত লোক নামাজ পড়তে আসবে, তাদের সমপরিমাণ সওয়াব বোনাস হিসেবে মুয়াজ্জিন পায়। আজান এর জবাব দিলে মুয়াজ্জিনের সমপরিমাণ নেকী পাওয়া যাবে। টিভিতে অথবা ইউটিউবে Masjid al-Haram লাইভ (সরাসরি সম্প্রচার) দেখা যায়। লাইভ আজান হয়। বাংলাদেশে বসে ওখানকার লাইভ আজান এর জবাব দিলে কি মুয়াজ্জিন এর সমান নেকী পাওয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুয়াজ্জিনের সওয়াব হলো, তার আজান শুনে যত লোক নামাজ পড়তে আসবে, তাদের সমপরিমাণ সওয়াব বোনাস হিসেবে মুয়াজ্জিন পায়। এই মর্মে বর্নিত হাদীসটিকে গবেষক মুহাদ্দিসগণ সহীহ বলেন নি।আর আজান এর জবাব দিলে মুয়াজ্জিনের সমপরিমাণ নেকী পাওয়া যাবে। এই হাদীসটির আরীব পাঠ হলো (مَنْ سَمِعَ الْمُؤَذِّنَ فَقَالَ مِثْلَ مَا يَقُولُ فَلَهُ مِثْلُ أَجْرِهِ আলমুজামুল কাবীর, তবারনী, হাদীস নং ৮০২। এই হাদীসটিও দূর্বল। তবে সওয়াব হলে লাইভ আজানের জবাব দিলেও সওয়াব হবে। আপনি আমলটি করতে পারেন, তবে মাথায় রাখবেন হাদীসটি দূর্বল।