আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3402

বিবাহ-তালাক

প্রকাশকাল: 24 মে 2015

প্রশ্ন

আমার প্রশ্ন,যদি কোনো মেয়ে তার স্বামী কে তালাক দে সেটা ইসলামী শরীয়তে জায়েজ কিনা?দয়া করে উত্তর টা জানাবেন ধন্যবাদ

উত্তর

স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহনের অনুমতি দেয় তাহলে স্ত্রী তালাক গ্রহন করতে পারে। স্ত্রী স্বামীকে তালাক দিবে না বরং স্বামীর দেয়া অনুমতিতে নিজের উপর তালাক গ্রহন করবে।