আসসালামুআলাইকুম। জি মুহতারাম আমি সেই ভাইকে জিজ্ঞাসা করেছিলাম তাবলীগের আমীর মানা যে ফরজ এর কোন দলিল কি কুরআন হাদীসে আছে? তিনি আমাকে জানালেন আমীর মানা যে ফরজ একথা তো কুরআন হাদীসে অনেক জায়গায় আছে ! আমি বল্লাম এগুলো কি তাবলীগের আমীর মানা ফরজ হওয়ার দলিল? উনি বল্লেন হাদীসে আমীর মানা বাধ্যতামূলক বলা হয়েছে এথেকে পরিষ্কার বোঝা যায় তাবলীগের আমীর মানাও বাধ্যতামূলক। উল্রেখ্য আপনাদের প্রতিষ্ঠানে ইতিপূর্বে উক্ত ভাই এর রেফারেন্স দিয়ে উল্লিখিত বিষয়ে প্রশ্ন করলে আমাকে উক্ত ভাই এর কাছে তাবলীগের আমীর মানা যে ফরজ এর দলিল জানতে বলা হয়েছিল। মুহতারাম এ ব্যপারে কুরআন হাদীসের সঠিক সমাধান দিবেন আশা করি।