আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3378

সালাত

প্রকাশকাল: 30 এপ্রিল 2015

প্রশ্ন

Assalamu alikum orahmatullah….
একটি প্রশ্ন যা আমায় এক মুসল্লি করেছিল, কিন্তু আমি কোন দলিল দিতে পারানি। প্রশ: ফরজ ও ওয়াজিব বাদে কোন সালাতের রাকাত 2 এর বেশি নয়। সেই হিসাবে জহরের পুর্বে 4 নয় 2 হবে। যদি দালিলিক উত্তর দিতেন তাহলে আমি উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফরজ ও ওয়াজিব বাদে কোন সালাতের রাকাত 2 এর বেশি নয়। এটা একটি উদ্ভট কথা। অনেক সুন্নাত নামায চার রাকআত। জোহরের পূর্বের চার রাকআত সুন্নাতের বিষয়ে রাসূলুল্লাহ সা. বলেছেন,مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرُمَ عَلَى النَّارِ যে জোহরের পূর্বের চার রাকআত সালাত আদায় করবে তার উপর জাহান্নাম হারাম করে দেয়া হবে। সুনানু আবু দাউদ, হাদীস নং ১২৭১। হাদীসটি সহীহ।