আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3374

ঈমান

প্রকাশকাল: 26 এপ্রিল 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম…. ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করলে, সেই বাড়িতে ফ্লাট নিয়ে থাকলে কি ভাড়াটিয়াও গুনাহগার হবে সুদের কারণে? ভাড়াটিয়া সরাসরি সুদদাতা নয়, কিন্তু বাড়ির মালিক তো ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া নিয়েই ব্যাংকের সুদ দিচ্ছে। এখানে ভাড়াটিয়ার কোন গুনাহ হবে কিনা? যদি গুনাহ হয় তাহলে কেন? আর যদি গুনাহ না হয় তাহলেও কেন? দুইটার সঠিক কারন জানতে চাচ্ছি। হাদিসে সরাসরি চার জনের কথা উল্লেখ আছে, সুদ দাতা, গ্রহিতা, লেখক ও সাক্ষী। হাদিসে সুদের ব্যাপারে এই চারজনের বাইরে আর কারো কথা উল্লেখ আছে কি? যেমন ইবনে মাজাহতে এক হাদিসে মদের সাথে সম্পৃক্ত ১০জনকে রাসূলাল্লাহ (সাঃ) লানত করেছেন। মদের ব্যাপারে ১০ জনের কথা উল্লেখ আছে, সুদতো মদের থেকেও ভয়াবহ। ইচ্ছায় ও অনিচ্ছায় সুদি কারবার করে তাদের সাহা্য্য করার মাধ্যমে আমরা অনেকেই সুদের সাথে জড়িয়ে পরছি। এখান থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়?
কেউ যদি অনিচ্ছাকৃত সুদের সাথে জড়িয়ে পরে, তাহলে কি সেই ব্যক্তিগুনাহগার হবে? যেমন: সরকার সুদি লেনদেনে কোটি কোটি টাকা ঋণ নিচ্ছে এবং জনগনের টাকার মাধ্যমে সেই সুদি ঋণ পরিশোধ করছে। এখানে যারা সুদের সাথে জড়িত না, তারাও ট্যাক্স দেওয়ার মাধ্যমে জড়িত হচ্ছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ঐ বাড়িতে ভাড়া থাকতে পারবেন। বাড়িওয়ালার গুনাহের ভাগে আপনি শরীক হবেন না। আপনার কাজ নিয়মিত ভাড়া পরিষোধ করা। বাড়িওয়ালা কীভাবে বাড়ি করেছে সেটা আপনার চিন্তা করার প্রয়োজন নেই।