আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3366

হজ্জ

প্রকাশকাল: 18 এপ্রিল 2015

প্রশ্ন

Bangladeshi hajira ki Makkah te kosor namaj porbe abong Johor, magrib,esha sonnat sere dibe? doya Kore janaben.

উত্তর

জামায়াতে নামায পড়লে কখনো কসর করতে হয় না। হজ্জ্ব করতে মক্কায় গিয়ে একাকী নামায কেন পড়বেন? বায়তুল্লাহতে জামাতে নামায পড়বেন। তবে যদি কোন কারণে একাকী নামায পড়তে হয় তাহলে যদি ১৫ দিনের কম থাকার নিয়ত করেন তাহলে কসর করবেন অন্যথায় পুরো নামায পড়তে হবে। সফরে থাকাকালীন কোন নামাযের সুন্নাত ছেড়ে দেয়া আবশ্যক নয়। কসর বলতে ফরজ নামায চার রাকআতের জায়গাতে দুই রাকআত বুঝায়।